জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। নির্বাচনের মাধ্যমে গেলো বৃহস্পতিবার (২১ জুলাই) ৫ বছর মেয়াদে ১০টি পদে এ কমিটি গঠন করা হয়। ২১ জুলাই বৃহস্পতিবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে প্রধান কার্যালয়ের উপপরিচালক আফরোজা রহমান সভাপতি, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম ও ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখকে সহভাপতি হন।
এছাড়া নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম সাধারণ সম্পাদক। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ যুগ্ম সাধারণ সম্পাদক হন।
এ ছাড়াও কোষাধ্যক্ষ মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন। দপ্তর সম্পাদক শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।
মেহা