পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু । ওয়াসফিয়া এর আগে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন।
গেলো শুক্রবার (২২ জুলাই) কে-টুর চূড়া জয় করেছেন ওয়াসফিয়া নাজরীন। কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু’র উচ্চতা আট হাজার মিটারেরও বেশি।
এর আগে গেলো ১৭ জুলাই রাতে কে-টুর চূড়া জয়ের জন্য যাত্রা শুরু করেন ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী। এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন বিশ্বের বিখ্যাত ৩ পর্বতারোহী- মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা।
উচ্চতায় এভারেস্টের পর হলেও পর্বতারোহীদের কাছে সবচেয়ে কঠিন পর্বত এই কে-টু। ১৯৫৪ সাল থেকে মাত্র ৪২৫ জন এটির চূড়ায় উঠেছেন, যার মধ্যে ২০ জন নারী।
এর আগে ২০১২ সালের ২৬ মে ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে জয় করেন মাউন্ট এভারেস্ট। এরপর ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় করেন তিনি।
২০১১ সালে আফ্রিকা মাউন্ট কিলিমানজারো জয় করেন ওয়াসফিয়া। একই বছরে দক্ষিণ আমেরিকার মাউন্ট আকনকাগুয়ার চূড়া ছুঁয়েছেন তিনি। এরপর ২০১২ সালে মাউন্ট এভারেস্ট, ২০১৩ সালে এন্টার্কটিকার মাউন্ট ভিনসন, ওই বছরই ইউরোপের সবোর্চ্চ পর্বত মাউন্ট অ্যালব্রুস জয় করেন ওয়াসফিয়া।
পরে ২০১৪ সালে উত্তর আমেরিকার মাউন্ট ম্যাককিনলে এবং ২০১৫ সালে ওশেনিয়ার কার্সটেনসন পিরামিড জয়ের মধ্য দিয়ে সেভেন সামিট সম্পন্ন করেন ওয়াসফিয়া নাজরীন।
মির্জা রুমন