তথ্য-প্রযুক্তি

সাবমেরিন কেবল ঠিক হওয়ার সময় জানা গেলো

সাবমেরিন কেবল ঠিক হওয়ার সময় জানা গেলো
কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫ এর সিঙ্গাপুর প্রান্তের বিচ্ছিন্ন হওয়া অংশ  জোড়া লাগবে মে মাসের শেষের দিকে। এই সময়ে বিকল্প উপায় হিসেবে কক্সবাজারে অবস্থিত সাবমেরিন ক্যাবল সিমিউই-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা চলবে। শনিবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিমিইউ-৫ জোড়া লাগার আগ পর্যন্ত কক্সবাজারে অবস্থিত ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন ক্যাবল সিমিউই-৪ এর মাধ্যমে ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সেবা চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। এর আগে গেলো ১৯ এপ্রিল দিবাগত রাত ১২টায় বিএসসিপিএলসির আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি (সিমিইউ-৫) সিঙ্গাপুর থেকে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে সিমিইউ-৫ কনসোর্টিয়াম ইন্দোনেশিয়ায় সমুদ্রের তলদেশে ক্যাবল মেরামতের জন্য এরইমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, সিমিইউ-৫ বিছিন্ন হওয়া ইন্টারনেটে ধীর গতি পাচ্ছেন বাংলাদেশের গ্রাহকরা। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সাবমেরিন | কেবল | ঠিক | হওয়ার | সময় | জানা | গেলো