আন্তর্জাতিক

যুক্তরাজ্যের জাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাজ্যের জাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে যুক্তরাজ্যের অ্যান্ড্রোমিডা স্টার নামক একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথি। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) সকালে ইয়েমেনের মোচা শহরের ১৫  নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ঘটনাটি ঘটেছে। জাহাজটিতে  তিনটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হুথির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টেলিভিশন ভাষণে বলেছেন, অ্যান্ড্রোমিডা স্টার নামক একটি ব্রিটিশ জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যোদ্ধারা এটিতে সরাসরি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছেন। তবে জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) জানায়, প্রথম ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে একটি বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় হামলায় দুটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে আঘাত হানে বলে ধারণা করা হচ্ছে। ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জাহাজটি পানামার পতকাবাহী বলে জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলায় জাহাজটির ছোটখাটো ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে সমুদ্রযাত্রা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গেলো ৭ অক্টোবর গাজায় ইসরাইলের আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন জানিয়ে দুই মাস ধরে লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাজ্যের | জাহাজে | হুথির | ক্ষেপণাস্ত্র | হামলা