বাংলাদেশ

এক সপ্তাহে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যু

এক সপ্তাহে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যু
গেলো এক সপ্তাহে  হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সারা দেশে দশ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে  ৮ জন পুরুষ ও ২ জন নারী। মারা যাওয়া ১০ জনের মধ্যে দুজন মাদারীপুরের। এ ছাড়া চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় একজন করে মারা গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) হিটস্ট্রোকে মৃত্যুর তথ্য   স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম গণমাধ্যমকে নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গেলো ২২ এপ্রিল থেকে মনিটরিং করে কন্ট্রোল রুম সারা দেশে ১০ মৃত্যুর তথ্য পেয়েছে। এরমধ্যে ২২ এপ্রিল তিন জন মারা গেছেন। এ ছাড়া হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আরও পাঁচ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তবে বেসরকারি হিসাবমতে গেলো ২৮ এপ্রিল চলমান তাপপ্রবাহের মধ্যেই হিটস্ট্রোকে সারাদেশে শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী, কৃষকসহ ১৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন এক | সপ্তাহে | হিটস্ট্রোকে | ১০ | জনের | মৃত্যু