দেশজুড়ে

অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো ঢাকা

অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো ঢাকা
রাজধানী ঢাকায় টানা একমাস দাবদাহের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। রাজধানীর কয়েকটি জায়গায় আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছিল। বিশেষ করে নগরীর পূর্ব-দক্ষিণ অঞ্চলের এলাকাগুলোতে মেঘেরা দল বাঁধছিল আর বৃষ্টির একটা আভাস পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত মেঘ ভেঙে সেই বৃষ্টি নামল পুরান ঢাকায়। বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকার কিছু জায়গায় বৃষ্টি হয়। ঘড়ির কাঁটা যখন রাত ৯টা, তখন পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, যাত্রাবাড়ি, রায় সাহেব বাজার ও রায়েরবাগসহ কাছাকাছি কয়েকটি এলাকায় বৃষ্টি নামে। তবে এসব জায়গায় বৃষ্টি হয়েছে খুবই অল্প সময়। আশপাশের কয়েকটি এলাকায় আকাশ এখনও মেঘলা আছে। বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন পুরান ঢাকার বাসিন্দারা। তবে তারা আরও বেশি সময় বৃষ্টি প্রত্যাশা করছেন। বৃষ্টির খবর জানিয়ে স্বস্তি প্রকাশ করে অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এক তরুণী লিখেছেন, ‘আল্লাহ অবশেষে.. বৃষ্টি, আলহামদুলিল্লাহ কী সুন্দর প্রশান্তির বাতাস!’ মোহাম্মাদুল্লাহ জুয়েল নামে এক বাসিন্দা বলেন, বৃষ্টির জন্য দীর্ঘ যে প্রতীক্ষা, সেটির অবসান হলো। খুব ভালো লাগছে। তবে এত কম বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হবে না। কিছুক্ষণ পর আবার গরম লাগবে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন অবশেষে | স্বস্তির | বৃষ্টিতে | ভিজলো | ঢাকা