আর্কাইভ থেকে আবহাওয়া

দেশের বিভিন্ন জায়গায় হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ

দেশের বিভিন্ন জায়গায় হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর, কুষ্টিয়া এবং সাতক্ষীরা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র দূর্বলভাবে অবস্থান করছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ ঘণ্টার পুর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৬ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন দেশের | বিভিন্ন | জায়গায় | হতে | পারে | মাঝারি | ভারী | বর্ষণ