আর্কাইভ থেকে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় আজ শনিবার (৩০ জুলাই) বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ।

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সাত টি-টোয়েন্টি ম্যাচের ছয়টিতেই জিতেছে বাংলাদেশ। তবে সবমিলিয়ে নিজেদের শেষ ১৩ টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের জয় মাত্র একটিতে। এই অবস্থা থেকে উত্তরণের মিশনেই নামছে বাংলাদেশ।

সোহানের অধিনায়কত্বের অভিষেকে টসে হেরে গেছেন নতুন এই অধিনায়ক। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ।

সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা না থাকায় দলে সুযোগ মিলেছে মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্তর। চোটের জন্য উইন্ডিজদের বিপক্ষে শেষ দুই ম্যাচ না খেলা মুনিম শাহরিয়ার ফিরেছেন একাদশে।

এদিকে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে সুযোগ করে দিতে বাদ গেছেন মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

জিম্বাবুয়ে একাদশ

রেজি চাকাভা, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা চিভাঙ্গা

এ সম্পর্কিত আরও পড়ুন টস | হেরে | ফিল্ডিংয়ে | বাংলাদেশ