ক্রিকেট

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচেই জিম্বাবুয়েকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়েছে টাইগাররা। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরু বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।  শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে ১৫ বলে ১২ রান করে ফিরে যান লিটন কুমার দাস। তিনে খেলতে নেমে টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত।  ৪ বলে ৬ রান করে বিদায় নেন তিনি। টাইগার অধিনায়কের বিদায়ের পর ২২ বলে ২১ রান করে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম।  এরপর চতুর্থ উইকেট জুটিতে জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয় মিলে ধরেন বাংলাদেশের হাল।  ৩৮ বলে ৫৭ রানের এক দৃষ্টিনন্দন ইনিংস খেলেন হৃদয়।  জাকের আলী করেন ৩৪ বলে ৪৪ রানে। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪ বলে ৯ এবং রিশাদ হোসেনের ৪ বলে ৬ রানের সুবাদে ১৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৪৮ রানে ৪ এবং ৯১ রানে ৮ উইকেট হারায় জিম্বাবুয়ে।  দলের হার যখন প্রায় নিশ্চিত তখন হঠাৎ ঝড় তোলেন  ফারাজ আকরাম।  ওয়েলিংটন মাসাকাদজাকে সাথে নিয়ে গড়েন পঞ্চাশ ঊর্ধ্ব জুটি।  তবে শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে দলকে নিয়ে যেতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে।  নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস।

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | ম্যাচ | হাতে | রেখেই | সিরিজ | জয় | বাংলাদেশের