আর্কাইভ থেকে বাংলাদেশ

১৩৬ রানের টার্গেট পেলো বাংলাদেশ

১৩৬ রানের টার্গেট পেলো বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিন। নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রান করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন সিকান্দার রাজা। রায়ান বার্ল করেন ৩২ রান।

অপর দিকে, মোসাদ্দেক হোসেন সৈকতের স্পিনে কুপোকাত জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এটি যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং।

এছাড়া দলের পক্ষে মোস্তাফিজ ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। গত ম্যাচে বাজে বোলিং করায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ। তাদের জায়গায় খেলছেন হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান।

হারারেতে দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানের হার দেখেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে তাই জিততেই হবে সোহানদের।

অপরদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে জিম্বাবুইয়ানরা। আজকের ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ফেলবে আফ্রিকার দেশটি।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, আনামুল হক বিজয়, হাসান মাহমুদ, নাজমুল শান্ত, মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গি, ওয়েসলে মাধবেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগার্ভা, টানাকা চিভাঙ্গা, সিকান্দার রাজা, মিল্টন শুম্ভা ও সিন উইলিয়ামস।

এ সম্পর্কিত আরও পড়ুন ১৩৬ | রানের | টার্গেট | পেলো | বাংলাদেশ