আর্কাইভ থেকে বাংলাদেশ

৭ উইকেটে জয় পেয়ে সমতায় টাইগাররা

৭ উইকেটে জয় পেয়ে সমতায় টাইগাররা

জিম্বাবুয়ের দেয়া ১৩৬ রানের টার্গেট পেরোতে তেমন বেগ পেতে হয়নি সোহানদের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোসাদ্দেকের স্পিনে কুপোকাত জিম্বাবুয়ে ক্রিকেট দল। তখনই বুঝা যাচ্ছিল এ ম্যাচে টাইগাররা জিতে যাবে। হয়েছেও তাই। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরলো বাংলাদেশ।

বাংলাদেশ দল ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন লিটন দাস। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান নেন আফিফ হোসেন। নাজমুল শান্ত করেন ১৯ রান। আনামুল হক করেন ১৬ রান।। ১৭ ওভার ৩ বলেই জয়ে দেখা পায় বাংলাদেশ।

অপরদিকে জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা, রিচার্ড এনগার্ভা ও সিন উইলিয়ামস একটি করে উইকেট পান।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৫ রান করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন সিকান্দার রাজা। রায়ান বার্ল করেন ৩২ রান।

অপর দিকে, মোসাদ্দেক হোসেন সৈকতের স্পিনে কুপোকাত জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এটি যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং।

এছাড়া দলের পক্ষে মোস্তাফিজ ও হাসান মাহমুদ একটি করে উইকেট নেন।

হারারেতে দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানের হার দেখেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, আনামুল হক বিজয়, হাসান মাহমুদ, নাজমুল শান্ত, মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গি, ওয়েসলে মাধবেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগার্ভা, টানাকা চিভাঙ্গা, সিকান্দার রাজা, মিল্টন শুম্ভা ও সিন উইলিয়ামস।

এ সম্পর্কিত আরও পড়ুন ৭ | উইকেটে | জয় | পেয়ে | সমতায় | টাইগাররা