আর্কাইভ থেকে বাংলাদেশ

পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত, ৪২টি‌কে শো‌কজ

পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত, ৪২টি‌কে শো‌কজ

ডলার নিয়ে কারসাজি করার অপরা‌ধে বিসমিল্লাহ মানি এক্সচেঞ্জ, অঙ্কন মানি এক্সচেঞ্জ ও ফয়েজ মানি এক্সচেঞ্জসহ পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপা‌শি ৪২টি‌কে শোকজ করা হ‌য়ে‌ছে। এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নি‌তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হ‌য়েছে। 

আজ মঙ্গলবার (২ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।  

তিনি বলেন, সংকটের এই সময়ে ডলার নিয়ে কারসাজি করলে সংশ্লিষ্ট মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করা হবে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডলার নিয়ে কারসাজির প্রমাণ পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। আর কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। 
 

বিআ

এ সম্পর্কিত আরও পড়ুন পাঁচ | মানি | চেঞ্জারের | লাইসেন্স | স্থগিত | ৪২টি‌কে | শো‌কজ