আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যুতে ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের

পারমাণবিক ইস্যুতে ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের
পারমাণবিক ইস্যুতে ইসরাইলকে আবারও কড়া হুশিয়ারি দিলো ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমেনির এক উপদেষ্টা এ হুঁশিয়ারি দেন।  খবর- এনডিটিভি কামাল খারাজি বলেন, ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই। তবে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে, পরমাণু নীতিতে পরিবর্তন ছাড়া উপায় থাকবে  না। এক সময় পারমাণবিক অস্ত্রের ওপর ফতোয়া জারি করেছিলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনী। তব দেশটির গোয়েন্দা মন্ত্রী ২০২১ সালে ইঙ্গিত দেয়,বর্হি চাপ, বিশেষ করে পশ্চিমাদের কাছ থেকে চাপের কারণে, ইরানের পরমাণু ব্যবস্থার পুনর্মূল্যায়ন করা দরকার। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন পারমাণবিক | ইস্যুতে | ইসরাইলকে | কড়া | হুঁশিয়ারি | ইরানের