ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০২২-২৩ অর্থ বছরে বাজেট ঘোষণা করেছে । এই বছরের বাজেট ৬ হাজার ৭শ ৪১ দশমিক ২৮ কোটি টাকা। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২শ’৬৬ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এসময় মেয়র বলেন, উন্নত ঢাকার ভিত রচনা গড়তে এ বাজেট ভুমিকা রাখবে। রাজধানীতে জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্ন নগরী গড়ে নগর সেবায় আন্তরিক ভুমিকা রাখতে চায় সিটি কর্পোরেশন।