ক্রিকেট

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো নেদারল্যান্ডস

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো নেদারল্যান্ডস
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সামনে রেখে দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দিক থেকে ১৮তম দল নেদারল্যান্ডস। তারকা ক্রিকেটার তেমন নেই স্কোয়াডে। তবে অভিজ্ঞ ক্রিকেটার রুলফ ভ্যান ডার মারওয়েকে দলে রাখেনি তারা। এছাড়াও কলিন অ্যাকারম্যানও জায়গা হারিয়েছেন। চলতি বিশ্বকাপে গ্রুপ-ডি তে রয়েছে নেদারল্যান্ডস। তাদের সাথে একই গ্রুপে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ডস থাকবেন অধিনায়কের দায়িত্বে। অভিজ্ঞ অলরাউন্ডার মারওয়ে ও ব্যাটার অ্যাকারম্যানকে দলে না রাখা কিছুটা আশ্চর্যের বটে। তবে এখানে অন্য কারণ জানা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা 'ভাইটালিটি ব্লাস্ট' একসাথে হতে যাচ্ছে। সেক্ষেত্রে মারওয়ে ও আকারম্যান ইংলিশ ঘরোয়া খেলছেন। সেখানে খেলার ফলে সহযোগী খেলোয়াড় হিসেবে জাতীয় দলের বিবেচনায় আসতে পারেননি তারা। সুযোগ মিলেছে বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গল, তরুণ পেসার কাইল ক্লেইন, মারকুটে ওপেনার মাইকেল লেভিট। নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট,  তেজা নিদামানারু, টিম প্রিঙ্গল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপ | স্কোয়াড | ঘোষণা | করলো | নেদারল্যান্ডস