আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রানের মাইলফলকে তামিম ইকবাল

প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রানের মাইলফলকে তামিম ইকবাল

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৭তম রান নেয়ার মাধ্যমে ক্যারিয়ারের ৮ হাজার রান পূরণ হয় দেশের ওয়ানডে ক্রিকেট দলের বর্তমান অধিনায়কের। এর আগে ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার আগে নাম লিখিয়েছেন দেশসেরা এই ওপেনার।

তবে মাইলফলকে প্রবেশ করার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তামিম। ইনিংসের ২৬তম ওভারে সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ৮৮ বল থেকে নয় চারের মারে ৬২ রান করেন তিনি। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরি।

এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে টসে হারে বাংলাদেশ। ফলে স্বাগতিক জিম্বাবুয়ের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমেছে তামিমের দল। অনুজ সতীর্থ লিটনকে নিয়ে বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করেন তামিম।
দুজন মিলে দলীয় শতক পূরণ করতে খেলেন ২৩.১ ওভার। যা তাদের চতুর্থ শতরানের উদ্বোধনী জুটি। সবমিলিয়ে বাংলাদেশের ২২তম শতরানের উদ্বোধনী জুটি গড়েন তারা।

এর আগে ৬ হাজার ও ৭ হাজার রানও জিম্বাবুয়ের বিপক্ষে পূরণ করেছিলেন তামিম ইকবাল।

বিশ্ব ক্রিকেটে ৩৩তম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করলেন তামিম। শুধু ওপেনারদের কথা বিবেচনা করলে, বিশ্বের নবম উদ্বোধনী ব্যাটার হলেন তিনি। তামিমের আগে ওয়ানডেতে ৮ হাজার রান করা ওপেনাররা হলেন শচিন টেন্ডুলকার, সনাৎ জয়াসুরিয়া, ক্রিস গেইল, অ্যাডাম গিলক্রিস্ট, সৌরভ গাঙ্গুলি, ডেসমন্ড হেইন্স, সাঈদ আনোয়ার ও হাশিম আমলা।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথম | বাংলাদেশি | হিসেবে | ৮ | হাজার | রানের | মাইলফলকে | তামিম | ইকবাল