বাংলাদেশ

আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে ভারতে দুই বাংলাদেশি গ্রেপ্তার 

আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে ভারতে দুই বাংলাদেশি গ্রেপ্তার 
সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাথে জড়িত থাকার সন্দেহে দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গেলো সোমবার (১৩) মে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় গুয়াহাটি রেল স্টেশন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। খবর- এনডিটিভি   গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশির মধ্যে ৩০ বছর বয়সী বাহার মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আর ৪০ বছর বয়সী রাসেল মিয়া নেত্রকোনা জেলার বাসিন্দা। এদুজন আনসারুল্লাহ বাংলা টিমের সাথে জড়িত, যেটি আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) একটি শাখা। ভারতীয় যুবকদের মৌলবাদে দীক্ষিত করা জন্য তারা শহরে এসেছে - এমনটি জানিয়েছে গুয়াহাটি পুলিশ। আসাম পুলিশ এক বিবৃতিতে জানায়, এই দুজন বাংলাদেশি পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অবস্থান করছিলো। তারা অবৈধভাবে ভারতীয় কাগজ যোগাড় করে আসামে সন্ত্রাসীদের নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছিলো। তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ডও উদ্ধার করেছে পুলিশ। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন আলকায়েদার | সঙ্গে | জড়িত | সন্দেহে | ভারতে | দুই | বাংলাদেশি | গ্রেপ্তার