জাতীয়

বাংলাদেশে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করে : ডোনাল্ড লু

বাংলাদেশে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করে : ডোনাল্ড লু
বাংলাদেশে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন লু। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও তরুণদের উপকূলীয় এলাকা রক্ষায় লু আহবান জানিয়েছেন। মঙ্গলবার (১৪ মে) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় ডোনাল্ড লু এর সাথে সুশীল সমাজের বৈঠক শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জলবায়ু বিষয়ক অ্যাক্টিভিস্ট সোহানুর রহমান। এর আগে বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, জলবায়ু বিষয়ক এক্টিভিস্ট সোহানুর রহমান সোহান ও মানবাধিকার কর্মী নূর খান। গেলো সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ঢাকায় ডোনাল্ড লু'র প্রথম সফর এটি। সফরে তিনি ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। এর আগে ২০২৩ সালের জুলাইতে বাংলাদেশ সফর করেছিলেন লু। প্রসঙ্গত, রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া নৈশভোজে যোগ দেবেন ডোনাল্ড লু। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশে | গণমাধ্যম | যেন | স্বাধীনভাবে | কাজ | করে | | ডোনাল্ড | লু