আন্তর্জাতিক

ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিলো যুক্তরাষ্ট্র

ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিলো যুক্তরাষ্ট্র
তেহরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত ও ইরান ১০ বছর মেয়াদী একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। আর এই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। খবর- এনডিটিভি মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, “চাবাহার বন্দর নিয়ে ইরান ও ভারতের মাঝে যে চুক্তি হয়েছে, সেই বিষয়ে আমরা ওয়াকিবহাল। যেকোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান— যারাই ইরানের সাথে বাণিজ্যিক কার্যক্রমের বিষয়ে চিন্তা-ভাবনা করছে; তাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে হবে যে, তারা নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির মাঝে নিজেদেরই উন্মুক্ত করে দিচ্ছে।’’ ২০১৬ সালে চাবাহার বন্দর পরিচালনার জন্য ইরানের সাথে চুক্তি করে ভারত। গেলো সোমবার বন্দরটির ব্যাপক উন্নয়নের জন্য ১০ বছর মেয়াদী আরও একটি  চুক্তি স্বাক্ষর করে দেশ দুটি। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতকে | নিষেধাজ্ঞার | হুমকি | দিলো | যুক্তরাষ্ট্র