আর্কাইভ থেকে বাংলাদেশ

ভাড়া ঠিক করতে মালিকদের সঙ্গে বৈঠকে বিআরটিএ

ভাড়া ঠিক করতে মালিকদের সঙ্গে বৈঠকে বিআরটিএ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে নতুন ভাড়া সমন্বয় করে বাস চলাচলের বিষয় নিশ্চিত করতে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার(৬ আগস্ট) বিকেল সোয়া ৫টায় রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, পরিবহন মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা উপস্থিত আছেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোলের দাম ১৩০ টাকা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভাড়া | ঠিক | করতে | মালিকদের | সঙ্গে | বৈঠকে | বিআরটিএ