দেশজুড়ে

৫ম দিনের মত চলছে বরিশাল ব্লকেড কর্মসূচি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবিতে ৫ম দিনের মতো চলছে বরিশাল ব্লকেড কর্মসূচি। এ নিয়ে ১৫ দিনে পৌঁছালো এই আন্দোলন। দাবি আদায়ে নগরীর কয়েক স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ ছাড়া শেবাচিমের সামনে আমরণ অনশন শুরু করেছে দুই শিক্ষার্থী।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি সদর রোড, কাকলী সিনেমা হলের মোড় ও জিলা স্কুলের মোড় ব্লকেড করে শিক্ষার্থীরা। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারও যাত্রীরা।

সিফাত নামে এক শিক্ষার্থী বলেন,  দীর্ঘদিন ধরে তারা এ আন্দোলন চালিয়ে আসছেন। কিস্তু এখন পর্যন্ত কতৃপক্ষ কোনো প্রকার আলোচনা করেনি। যতদিন পর্যন্ত স্বাস্থ্যখাত সংস্কার না হবে তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমাদের সঙ্গে কথা না বলে সরকার ভুল করছে। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। এসে দাবি মেনে নিতে হবে। নয়তো আমাদের আন্দোলন থামানোর সাধ্য কারো নেই

এদিকে শেবাচিম হাসপাতাল সংস্কারে সাত দফা দাবিতে প্রধান গেইটে সোমবার বেলা ১১টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্র।

এর আগে, রোববার হাসপাতাল নিয়ে সংবাদ করে সংস্কারে তিন মাসের সময় চেয়েছেন শেবাচিমের পরিচালক মশিউর মুনির।

 

আই/এ