ইসরাইলের জন্য অস্ত্রবহনকারী সৌদি আরবের একটি জাহাজ গেলো ৭ আগস্ট আটকে দিয়েছেন ইতালির বন্দর জেনোয়ার শ্রমিকরা। জার্মান সংবাদসংস্থা দ্য ক্রেডলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘বাহরি ইয়ানবু’ নামের জাহাজটি সৌদি শিপিং প্রতিষ্ঠান ‘বাহরি’র মালিকাধীন। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহর থেকে ইতালির বন্দর জেনোয়াতে আসে।
ইতালির বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিওনার্দোর কাছ থেকে সামরিক সরঞ্জাম নিয়ে জাহাজটি আবুধাবি যেত। এর আগেই, বন্দরের কর্মীরা জানতে পারেন, জাহাজটিতে করে ইসরাইলের জন্য অস্ত্র পরিবহণ করা হচ্ছিলো। পরে ৪০ জন শ্রমিক জাহাজটি আটকে দেয়।
এর আগে ২০১৯ সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন।
এনএস/