যেকোনো ব্যাটারদের কাছে কিছু কঠিন প্রতিপক্ষ বোলার থাকে। যারা কি না ব্যাটারদের ভিত কাঁপিয়ে দেয়। রোহিত শর্মা কোনো ব্যতিক্রম নয়। এই ভারতীয় অধিনায়ক জানিয়েছেন তার কাছে সবচেয়ে কঠিন বোলার ডেল স্টেইন। আধুনিক যুগে দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারকে অন্যতম সেরা হিসেবে অভিধা করা হয়।
অন্যতম সেরা নয়, বরং আধুনিক যুগের সেরা বোলারদের মধ্যে স্টেইনের নাম উচ্চারণ করা হয়। আন্তর্জাতিক ক্যারিয়ার বলছে ৬৯৯ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। অনেক ব্যাটারের কাছেই তার ডেলিভারিগুলো আতঙ্কের মতো।
ব্যাট করতে নামার আগে স্টেইনের বোলিংয়ের ভিডিও শতবার করে দেখতেন রোহিত। এমনটি জানিয়েছেন তিনি। হয়তো আধিক্য বোঝাতেই বলেছেন। এই প্রোটিয়া বোলারের ডেলিভারিতে যে ধরনের পেস এবং যে ধরনের সুইং- তা মোকাবিলা করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।
সম্প্রতি রেডিও ষ্টেশন দুবাই ১০৩.৮ এ কথা বলতে গিয়ে রোহিত বলেন, "আমি ব্যাট করতে নামার আগে তার বোলিংয়ের ভিডিও ১০০ বার করে দেখে যেতাম। এটাই ডেইল স্টেইন। সে এই খেলার কিংবদন্তি। সে তার ক্যারিয়ারে যা অর্জন করছে, তা দেখতেই দারুণ লাগে। তাকে আমি অনেকবার মোকাবিলা করেছি। সে অনেক গতিময়। সে বলগুলো পেসের সাথে সুইং করায়, যেটা সহজ কিছু নয়। তিনি একজন তীব্র প্রতিদ্বন্দ্বী।"
স্টেইনের ডেলিভারিতে একবারই আউট হয়েছেন রোহিত। সেটা ডারবানে ২০১৩ সালে সিরিজের দ্বিতীয় টেস্টে। সরাসরি বোল্ডে গোল্ডেন ডাকের শিকার হয়েছিলেন এই ব্যাটার। ওডিআই ক্রিকেটে স্টেইনের বিপক্ষে ৬৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটের দিকে তাকালে দেখা যায়, এই বোলারের মাত্র ৪ টি বলে ছক্কা হাঁকিয়েছেন রোহিত।
এম/এইচ