আর্কাইভ থেকে পরিবেশ ও জীববৈচিত্র

ঢাকার বেশি বায়ু দূষিত এলাকা এলিফেন্ট রোড

ঢাকার বেশি বায়ু দূষিত এলাকা এলিফেন্ট রোড

রাজধানী ঢাকা শহরের সবচেয়ে বেশি বায়ু দূষিত এলাকা হচ্ছে এলিফেন্ট রোড এবং সবচেয়ে কম দূষণ মোহাম্মদপুরের তাজমহল রোড।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে ঢাকা শহরের ৭০টি স্থানের বায়ু দুষণের চিত্র তুলে ধরা হয়। স্টামফোর্ড বায়ূমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এ বৈজ্ঞানিক ফলাফল প্রকাশ করে। এতে যুক্ত ছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, এছাড়াও বেশি দুষিত এলাকার মধ্যে রয়েছে মার্কেটের মেইন গেট ও তেজগাঁও শিল্প এলাকা।

তিনি জানান, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ঢাকা শহরে বায়ু দূষণ ১৭ শতাংশ বেড়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকার | বেশি | বায়ু | দূষিত | এলাকা | এলিফেন্ট | রোড