সৌরজগতের সাতটি গ্রহ একসঙ্গে আকাশে দেখা যাচ্ছে, যা জ্যোতির্বিজ্ঞানে ‘প্ল্যানেটারি প্যারেড’ বা গ্রহের কুচকাওয়াজ নামে পরিচিত। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন সূর্যাস্তের পর এ বিরল দৃশ্য দেখা যাবে। এরপর ২০৪০ সাল পর্যন্ত এমন সুযোগের আর দেখা মিলবে না।
এই মহাজাগতিক দৃশ্যে অংশ নেওয়া গ্রহগুলো হলো—মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ ও শনি। এর মধ্যে খালি চোখে দেখা যাবে বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গলকে। শনি দিগন্তের কাছাকাছি থাকায় খালি চোখে দেখা কঠিন হতে পারে। ইউরেনাস ও নেপচুন দেখতে টেলিস্কোপের প্রয়োজন হবে।
মেঘমুক্ত আকাশে এই দৃশ্য ভালোভাবে উপভোগ করা সম্ভব। তবে একসঙ্গে সাতটি গ্রহ খুব অল্প সময়ের জন্য দৃশ্যমান হবে। সূর্যাস্তের পরপরই শনি ও বুধ অস্ত যাবে, তাই এই দুটি গ্রহ দেখা কঠিন হবে।
লন্ডনের রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড ব্লুমার জানিয়েছেন, সাতটি গ্রহ এক সারিতে আসা একটি ব্যতিক্রমী ঘটনা। সূর্যাস্তের পর মাত্র কয়েক মিনিটের জন্য এটি দেখা যাবে, তবে শুক্র, বৃহস্পতি ও মঙ্গল তুলনামূলক বেশি সময় ধরে দৃশ্যমান থাকবে।
পৃথিবীসহ সৌরজগতের সব গ্রহই সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, তবে তাদের গতি আলাদা। কখনো কিছু গ্রহ সূর্যের একই পাশে এসে সারিবদ্ধ হয়, ফলে সেগুলো একসঙ্গে দৃশ্যমান হয়। এবারও তেমনই এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব।
এসকে//