দেশজুড়ে

তীব্র গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ

তীব্র গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ
তীব্র গরমে কিশোরগঞ্জে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ স্কুল ছুটি দিয়ে দেয়। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে হোসেনপুর উপজেলায় ঘটনাটি ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন  হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা। রেবেকা সুলতানা জানান, স্কুলের ২৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অভিভাবকদের ডেকে বাকি শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়। অসুস্থদের বেশিরভাগই দোতলায় ক্লাস করছিল। অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম বিদ্যালয় পরিদর্শন করেছেন। প্রসঙ্গত, আজ কিশোরগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে বলে জানিয়েছে নিকলী আবহাওয়া অফিস। আই/এ    

এ সম্পর্কিত আরও পড়ুন তীব্র | গরমে | ২৫ | শিক্ষার্থী | অসুস্থ