ক্রিকেট

কোহলি সন্ন্যাসীর পর্যায়ে পৌঁছে গেছে: মোহাম্মদ কাইফ

কোহলি সন্ন্যাসীর পর্যায়ে পৌঁছে গেছে: মোহাম্মদ কাইফ
ভিরাট কোহলি রান করবেন, এ যেন খুব প্রত্যাশিত হয়ে গেছে। আইপিএলের চলতি মৌসুমে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন এই ভারতীয় তারকা। আর তাকে নিয়ে প্রশংসার ফুলঝুরি চারদিক থেকে ফুটতেই থাকে। ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফের ভাষ্যতে সম্প্রতি উঠে এলেন কোহলি। 'স্টার স্পোর্টস' এর সাথে কথা বলেছেন কাইফ। যেখানে কোহলির কথা বলতে গিয়ে দর্শনগত দিক থেকে আলোচনা তুলেছেন তিনি। সন্ন্যাসীর মতো নিজের জায়গা ধরে রাখেন এই ভারতীয় ব্যাটার। আশপাশের কোনো কিছু যেন তাকে স্পর্শ করতে পারে না। কাইফ বলেন, "যখন একজন সন্ন্যাসী হিমালয়ে যায় এবং ধ্যান করে- তখন তার মধ্যে এক আলাদা জায়গা চলে আসে। কিছুই তাকে বিক্ষিপ্ত করতে পারে না। সেখানে জোরে শব্দ হোক বা কেউ উচ্চস্বরে কান্না করুক। ভিরাট কোহলি সেই জায়গায় পৌঁছে গেছে।" রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে লম্বা সময় ধরে খেলে যাচ্ছেন কোহলি। চলতি মৌসুমে এখন পর্যন্ত রানের শীর্ষে আছেন তিনি। খেলেছেন ১৩ ম্যাচ, ৬৬.১০ গড়ে সংগ্রহ করেছেন ৬৬১ রান। কাইফ আরও যোগ করেন, "সে শাসন করতে আসে। তার এমন লক্ষ্য থাকে যে, তখনই সে সন্তুষ্ট হয়- যখন তার দল জিতে যায়, এটা দ্বিতীয় ম্যাচে দেখা গেছে। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে, ফিজ'কে (মোস্তাফিজুর রহমান) পুল করতে গিয়ে, স্লোয়ার বাউন্সারে (অজিঙ্কা) রাহানের কাছে ক্যাচ ওঠে।" বেঙ্গালুরুর ভাগ্য এখন ঝুলে আছে। আগামী ১৮ মে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। যে ম্যাচটিতে নির্ধারণ হবে বেঙ্গালুরু না চেন্নাই- কারা নিশ্চিত করবে প্লে-অফ।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন কোহলি | সন্ন্যাসীর | পর্যায়ে | পৌঁছে | গেছে | মোহাম্মদ | কাইফ