আর্কাইভ থেকে বাংলাদেশ

আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা

আজ ১০ই মুহররম, পবিত্র আশুরা। দিবসটি ত্যাগ ও শোকের প্রতীক। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার দিনটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এটি পালিত হয়। এ দিন বাংলাদেশে সরকারি ছুটি।

ইসলামি পরিভাষায়, মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে এ দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। ভবিষ্যতেও হবে বলে বর্ণনা পাওয়া যায়। তাই এদিন ইবাদত বন্দেগির মধ্য দিয়ে কাটান মুসলমানরা।

হিজরি ৬১ সনের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ই মুহররম ইরাকের কুফা নগরের অদূরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সঙ্গী-সাথিসহ নির্মমভাবে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.)।

অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইনের (রা.) আত্মত্যাগের এ ঘটনা ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।

বলা হয়ে থাকে, এ দিনেই জগৎ সৃষ্টির সূচনা হয়। একই দিনেই তা ধ্বংস হবে। প্রথম মানব ও নবী হজরত আদম (আ.) কে ১০ই মুহররম সৃষ্টি করা হয়। আলোচিত এ দিনেই তাকে দুনিয়ায় পাঠানো হয়।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন আজ | পবিত্র | আশুরা