আর্কাইভ থেকে জাতীয়

আদালত থেকে দুদকের মামলায় খালাস

আদালত থেকে দুদকের মামলায় খালাস

দুদকের সম্পদ বিবরণী মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৩ নভেম্বর) ঢাকার-৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন।  

ইশরাক জানিয়েছেন, রায়ে ন্যায় বিচার পেয়েছেন তিনি। বলেছেন, বিচার বিভাগ নিয়ে আশার আলো দেখছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের পহেলা সেপ্টেম্বর ইশরাক হোসেন এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দুদকে দাখিলের নোটিশ দেয়া হয়। ওই বছরের চৌঠা সেপ্টেম্বর দুদকের কনস্টেবল তালেব কমিশনের নোটিশটি জারি করতে তার বাসভবনে যান।

কিন্তু ইশরাক হোসেন উপস্থিত না থাকায় চার সাক্ষীর সামনে বাসভবনের নিচতলার দেয়ালে ঝুলিয়ে নোটিশটি জারি করা হয়। কিন্তু দুদকের দেয়া ৭ কার্যদিবসের মধ্যে ইশরাক হোসেন সম্পদের হিসাব দাখিল করেননি।
 
এ ঘটনায় ২০১০ সালের ২৯শে আগস্ট রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন আদালত | দুদকের | মামলায় | খালাস