আর্কাইভ থেকে বাংলাদেশ

শোক দিবস পালনকালে মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি

শোক দিবস পালনকালে মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে এ দিবসটি পালন করে। বৈশ্বিক করোনা মহামারির কারণে এবারও শোক দিবস পালনকালে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারিভাবে নির্দেশনা দেয়া হয়েছে। 

আজ বুধবার (১০ আগস্ট) নিচের বিধিগুলো অনুসরণে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীদের সুরক্ষা প্রদানে সক্ষম এরূপ মাস্ক সঠিকভাবে নাক-মুখ ঢেকে পরতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ দেখাতে হবে।

অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বহির্গমন পথ ভিন্ন ভিন্ন ও একমুখী হতে হবে।

অনুষ্ঠানস্থলে সাবান পানি দিয়ে হাতধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক অংশগ্রহণ করতে পারবে।

অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবে না।

হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।

স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সকল নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

সূত্র : বাসস

এ সম্পর্কিত আরও পড়ুন শোক | দিবস | পালনকালে | মানতে | হবে | যেসব | স্বাস্থ্যবিধি