অর্থনীতি

জ্বালানি খাতে এনবিআরের পাওনা ৫৫ হাজার কোটি টাকা

জ্বালানি খাতে এনবিআরের পাওনা ৫৫ হাজার কোটি টাকা
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন  ১২টি প্রতিষ্ঠানের কাছে শুল্ককর বাবদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা দাঁড়িয়েছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা। যা চলতি ২০২৩-২৪ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব লক্ষ্যমাত্রার ১৩ শতাংশের বেশি। এ অবস্থায় এসব প্রতিষ্ঠানের অনুকূলে থাকা বাজেটে বরাদ্দের ১৬ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি এনবিআরকে দেয়ার প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে। গেলো সোমবার (২০ মে) রাজধানীতে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে জ্বালানি খাতের বকেয়া কর আদায়ে উপায় নির্ধারণ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর বাবদ রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার বকেয়া দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫৪৯ কোটি টাকা।  এ ছাড়া বিপিসির বকেয়া কর ৬ হাজার ৮৯৯ কোটি, তিতাস গ্যাসের ২ হাজার ২৮৪ কোটি, পদ্মা ওয়েলের ২ হাজার ১৪৫ কোটি, সিলেট গ্যাসের ১ হাজার ৭৩৫ কোটি, মেঘনা পেট্টোলিয়ামের ১ হাজার ২৮ কোটি টাকাসহ আরও কিছু প্রতিষ্ঠানের কর বকেয়া রয়েছে। এছাড়া, পেট্রোবাংলা, বিপিসিসহ এসব প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে ২৪ হাজার ২২১ কোটি টাকার ভ্যাট আদায় করলেও তা এনবিআরে জমা দেয়নি। এছাড়া আয়কর বাবদ ১৩ হাজার ৫৫০ কোটি টাকা এবং আমদান শুল্ক বাবদ ১৭ হাজার কোটি টাকা নির্ধারিত সময় পর হয়ে গেলেও এনবিআরকে দেয়নি। এসব প্রতিষ্ঠানের মোট বকেয়া শুল্ককর ৫৪ হাজার ৭৭৫ কোটি টাকা। বৈঠকে এনবিআরের সদস্য, বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্টোবাংলা) ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান, বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের পাশাপাশি বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে রাজস্ব আহরণ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন জ্বালানি | খাতে | এনবিআরের | পাওনা | ৫৫ | হাজার | কোটি | টাকা