অর্থনীতি

দীর্ঘ উত্থানের পর পতন, কমলো স্বর্ণের দাম

বায়ান্ন প্রতিবেদন

দামের ঊর্ধ্বমুখী যাত্রার পর অবশেষে স্বর্ণের বাজারে স্বস্তির হাওয়া বইছে। টানা কয়েক দফা মূল্য বৃদ্ধির পর গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভরিপ্রতি দাম ১৪ হাজার ৬৩৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।

শনিবার (৩১ জানুয়ারি) সারা দেশে এই নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে উন্নত মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম গ্রামপ্রতি নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৬৫ টাকা। দেশীয় পরিমাপ অনুযায়ী এতে ভরিপ্রতি মূল্য দাঁড়াচ্ছে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের গ্রামপ্রতি দাম ঠিক করা হয়েছে ২২ হাজার ২০৫ টাকা, যা ভরিতে হিসাব করলে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের মূল্য ১৯ হাজার ৩৫ টাকা নির্ধারণ হওয়ায় ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ২৫ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রে গ্রামপ্রতি দাম ধরা হয়েছে ১৫ হাজার ৬৭৫ টাকা। ফলে ভরিপ্রতি এর বাজারমূল্য হবে ১ লাখ ৮২ হাজার ৮৩২ টাকা।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সেদিন ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছিল ১৬ হাজার ২১৩ টাকা।

বাজুস জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার ঘোষিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ হবে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজুস #স্বর্ণ