ক্রিকেট

জুলাইয়ে অস্ট্রেলিয়ায় টুর্নামেন্ট খেলবে এইচপি দল

জুলাইয়ে অস্ট্রেলিয়ায় টুর্নামেন্ট খেলবে এইচপি দল
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল আগামী জুলাই মাসের শেষে অস্ট্রেলিয়া সফর করতে পারে বলে জানা যায়। এ ব্যাপারে প্রাথমিক আলাপ আলোচনা হয়েছে। যেখানে একটি টুর্নামেন্টে অংশ নেবে তারা। পাশাপাশি ৪ দিনের ২ টি ম্যাচ, ৩ টি ওডিআই ম্যাচ খেলার কথা রয়েছে দলটির। সোমবার (২০ মে) এইচপি এর জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  আজ (বুধবার) এইচপি এর সার্বিক অবস্থা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নাইমুর রহমান দুর্জয়। যেখানে তিনি অস্ট্রেলিয়ায় টুর্নামেন্টে অংশ নেওয়া, নতুন কোচ নিয়োগ- এসব বিষয় এনেছেন। টুর্নামেন্টে অংশ নেওয়া বিষয়ে নাইমুর রহমান বলেন, "টুর্নামেন্টে অংশ করার একটা আলাপ-আলোচনা চলছে। এটা খুব সম্ভবত বাংলাদেশের একটা দল থাকবে, পাকিস্তানের একটা দল থাকবে এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের যে ফ্র্যাঞ্চাইজি দল- ওদের ৪-৫ টা দল থাকবে। সেই টুর্নামেন্টটা অস্ট্রেলিয়াতে হবে, ডারউইনে। আমাদের সাথে প্রাথমিক কথা হয়েছে। আশা করছি আমরা সেই টুর্নামেন্টে অংশ নিব।" এই টুর্নামেন্টটি চলতি বছরের জুলাই মাসের শেষ থেকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত চলবে বলে জানা যায়। আর শুধু টুর্নামেন্টে অংশ নেওয়া নয়। বাংলাদেশ দল সেখানে ৪ দিনের দুইটি ম্যাচ এবং ৩ টি ওডিআই ম্যাচ খেলবে। বিসিবি পরিচালক বলেন, "পাশাপাশি ওখানে আমরা ২ টা লঙ্গার ভার্সন, ৪ দিনের ম্যাচ এবং ৩ টা ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব আছে।" নতুন কোচ নেওয়া ব্যাপারে নাইমুর রহমান জানিয়েছে, সম্ভাব্য সেরা কোচ খোঁজার ব্যাপারে কাজ চলছে। কিছু সাক্ষাৎকার ইতোমধ্যে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন জুলাইয়ে | অস্ট্রেলিয়ায় | টুর্নামেন্ট | খেলবে | এইচপি | দল