আর্কাইভ থেকে বাংলাদেশ

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধায় জেলা বিএনপির আয়োজনে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি,দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, লোডসেডিং, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি ও ভোলায় বর্বরাচিত হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ।

আজ শুক্রবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি,দ্রব্য মূল্যের উর্দ্ধগতি,লোডসেডিং,পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি করে মানুষের জীবন দূর্বিসহ করে তুলেছে এছাড়াও ভোলায় বিএনপির নেতাদের বর্বরাচিত হত্যা করে বিএনপির আনন্দলোন দমিয়ে রাখার চেষ্টা করতেছে এই সরকার।

বক্তারা আরও বলেন, অবিলম্বে নিরোপেক্ষ সরকারে অধীনে নির্বাচন না দিলে কঠোর থেকে কঠোর তম আনন্দলোনের হুসিয়ারি দেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে এসে সমাবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে সভাপিতত্ব করেন জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হানাস সাদিক। প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, সহ সাংগাঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির আব্দুল খালেক। অন্যদের মধ্য বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধায় | বিএনপির | বিক্ষোভ | সমাবেশ