আর্কাইভ থেকে বাংলাদেশ

‘হাওয়া’ সিনেমা নিয়ে রুমিন ফারহানার মন্তব্য

‘হাওয়া’ সিনেমা নিয়ে রুমিন ফারহানার মন্তব্য

"হাওয়া" সিনেমার জয়রথ থামছে না। মুক্তির পর ১৮ দিন পেরিয়ে গেলেও মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়ার প্রশংসা করেছেন দর্শক এবং সিনেমাসংশ্লিষ্ট তারকারা। এই ধারাবাহিকতায় যোগ দিলেন রাজনীতিবিদ, আইনজীবী ও সংরক্ষিত নারী আসন-৫০ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানাও।

আজ শুক্রবার (১২ আগস্ট) দুপুর দুইটার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে হাওয়া সিনেমার প্রশংসা করে একটি স্ট্যাটাস দিয়েছেন রুমিন ফারহানা।

তিনি লিখেছেন, হাওয়া দেখতে গিয়ে প্রতি মুহূর্ত মনে হয়েছে এত নিখুঁত অনবদ্য অভিনয় বহুদিন দেখিনি, বিশেষ করে চঞ্চল চৌধুরী। মেকিংও দারুণ। তবে কাহিনির শেষটা মনে পড়িয়ে দিয়েছে ছোটবেলায় দেখা ‘হীরামনের’কথা।

এদিকে হাওয়া সিনেমায় বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা সিনেমাটি দেখার পর এর সত্যতাও পেয়েছেন। 

প্রসঙ্গত, সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে হাওয়া সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ।

 

বিআ

এ সম্পর্কিত আরও পড়ুন হাওয়া | সিনেমা | নিয়ে | রুমিন | ফারহানার | মন্তব্য