আর্কাইভ থেকে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট ব্রাভোর, ধারে-কাছে নেই কেউ

টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট ব্রাভোর, ধারে-কাছে নেই কেউ

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৬০০ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। বৃহস্পতিবার (১১ আগস্ট) মেনস হান্ড্রেড-এ ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে খেলার সময় ব্রাভো অভূতপূর্ব কৃতিত্ব অর্জন করেন।

ব্রাভোর এই কৃতিত্বের ধারেকাছে তো পরের কথা, এই ফরম্যাটে কোনো বোলার ৫০০ উইকেটের ঘরেই প্রবেশ করতে পারেননি।

ব্র্যাভোর পর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। টি-টোয়েন্টিতে সবমিলিয়ে ৪৬৬টি উইকেট নিয়েছেন তিনি। ৪৬০ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন ক্যারিবীয় আরেক তারকা সুনিল নারিন।

চতুর্থ স্থানে আছেন ইমরান তাহির (৪৫১ উইকেট), ৪১৮ উইকেট নিয়ে সাকিব আল হাসানের অবস্থান পঞ্চম।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছেন ব্রাভো। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারীও ব্রাভো। ব্রাভো ১৬১টি আইপিএল ম্যাচে ১৮৩ ব্যাটারকে আউট করেছেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন টিটোয়েন্টিতে | ৬০০ | উইকেট | ব্রাভোর | ধারেকাছে | নেই | কেউ