ক্রিকেট

নতুন 'অ্যান্থেম' প্রকাশ করলো আইসিসি

নতুন 'অ্যান্থেম' প্রকাশ করলো আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নতুন এক 'অ্যান্থেম' প্রকাশ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এর অভিষেক ঘটবে। আইসিসির সকল ইভেন্টে শোনা যাবে গানটি। এই গান যিনি তৈরি করেছেন, তিনি গ্র্যামি পুরস্কার বিজয়ী লর্ন বালফে। আইসিসি আয়োজিত টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি- সকল সংস্করণের ইভেন্টে শোনা যাবে গানটি। লন্ডনের আবে রোড রেকর্ডিং স্টুডিওতে এই গানটি তৈরি করেছেন বালফে। যেখানে অর্কেস্ট্রাল যন্ত্র, ক্রিকেট সরঞ্জাম এবং খেলার জন্য ভালো শব্দ- সবকিছুর সম্মিলন ঘটানোর চেষ্টা করেছেন। ক্রিকেটে ঐক্য- এমন এক ভাবনা ছিল গানটি তৈরির পেছনে। আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বালফের তৈরি গানটি নিয়ে মতামত দিয়েছেন। তিনি জানিয়েছেন, "আমরা এই অনন্য প্রোজেক্টটি বিশ্বের সবার সাথে ভাগ করে নিতে অনেক বেশি উচ্ছসিত।" গানটি তৈরির কারিগর বালফে জানান, "আইসিসির সাথে কাজ করা এবং নতুন একটি অ্যান্থেম তৈরি করা দুর্দান্ত অভিজ্ঞতা।"

এ সম্পর্কিত আরও পড়ুন নতুন | অ্যান্থেম | প্রকাশ | করলো | আইসিসি