আন্তর্জাতিক

যে শহরে চিরনিদ্রায় শায়িত হবেন ইব্রাহিম রাইসি

যে শহরে চিরনিদ্রায় শায়িত হবেন ইব্রাহিম রাইসি
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে উত্তরপূর্ব ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে। ইমাম রেজা (আ.)-এর মাজার এ শহরেই অবস্থিত। খবর- তাসনিম নিউজ এজেন্সি  এর আগে বৃহস্পতিবার ইরানের পূর্বাঞ্চলীয় শহর বিরজান্দে তাকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। মঙ্গলবার ও বুধবার তাবরিজ, কওম আর তেহরানে  ইব্রাহিম রাইসিসহ বাকিদের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও হাজারো মানুষের ঢল নামে। উল্লেখ্য, রোববার ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। মারা যান  হেলিকপ্টারে থাকা সব আরোহী। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন শহরে | চিরনিদ্রায় | শায়িত | হবেন | ইব্রাহিম | রাইসি