ক্রিকেট

পরের বছরও ধোনি খেলবে, 'খুব' আশাবাদী চেন্নাই

পরের বছরও ধোনি খেলবে, 'খুব' আশাবাদী চেন্নাই
আইপিএলের চলতি মৌসুম মহেন্দ্র সিং ধোনি খেলবেন কি না, তা নিয়ে এক প্রশ্ন ছিল। তবে অধিনায়কের দায়িত্ব পালন না করলেও, চেন্নাই সুপার কিংসের হয়ে ঠিকই আইপিএল মাতিয়েছেন ধোনি। ব্যাট হাতেও দলের প্রয়োজনে যেমন সাড়া দিয়েছেন, অন্যদিকে তার উপস্থিতি দিয়েও প্রভাব রেখেছেন। প্রশ্ন উঠছে আইপিএলের পরের আসর খেলবেন তো এই ক্রিকেটার? চেন্নাইয়ের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন দলটির প্রধান নির্বাহী কাসি ভিসওয়ানাথান। যেখানে ধোনির ব্যাপারে আলোচনা হয়েছে। পরের মৌসুমেও এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে চায় চেন্নাই। যা ভিসওয়ানাথান পরিস্কার করে দিয়েছেন। তিনি বলেন, “এটা এমন এক প্রশ্ন, যার উত্তর মহেন্দ্র সিং-ই উত্তর দিতে পারে। আমাদের জন্য প্রশ্নটা, আমরা সবসময় এমএস এর সিদ্ধান্তকে সম্মান দিয়েছি। এটা তার উপরই ছেড়ে দিচ্ছি।“ “আপনারা সবাই জানেন, সে তার নিজের সিদ্ধান্ত নিজে নেয় এবং সঠিক সময়ে তা জানিয়ে দেয়। আমরা আশা করছি, আমরাও সিদ্ধান্ত নেব, যখন সে আমাদের জানাবে। তবে আমরা খুব খুব আশাবাদী যে, তাকে পরের বছর চেন্নাইয়ের জন্য পাওয়া যাবে।“ আইপিএল ২০২৪ এ খুব কাছাকাছি গিয়েও প্লে-অফ নিশ্চিত হয়নি চেন্নাইয়ের। এবারের আসরে রুতুরাজ গায়কোয়াড় ছিলেন অধিনায়কের দায়িত্বে। ধোনির কাছ থেকেও অনেকখানি সাহায্য পেয়েছেন তিনি। সবমিলিয়ে এখন পরের বছর আইপিএল খেলবেন কি না এই উইকেটরক্ষক ব্যাটার, তাই অপেক্ষার বিষয়।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন পরের | বছরও | ধোনি | খেলবে | খুব | আশাবাদী | চেন্নাই