আর্কাইভ থেকে বাংলাদেশ

অটো ড্রাইভারের হাতে মারধরের শিকার কুবি শিক্ষার্থী: আটক ১

অটো ড্রাইভারের হাতে মারধরের শিকার কুবি শিক্ষার্থী: আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্বাস উদ্দিন নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে রবিউলসহ দুই অটো ড্রাইভার। এ ঘটনায় মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ মাইন উদ্দিন নামের এক অটো ড্রাইভারকে আটক করে। 

আজ রোববার (১৪ আগস্ট) আনুমানিক ১২ টায় টিচার্স ট্রেনিং কলেজ সংলগ্ন কোটবাড়ি অটোস্ট্যান্ডে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে আন্দোলন করেছেন। শিক্ষার্থীদের দাবি তারা এর সুষ্ঠ বিচার চায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্বাস উদ্দিন নামের সেই শিক্ষার্থী পরীক্ষা থাকায় অটোতে উঠে ক্যাম্পাসে আসার জন্য। সেই অটো লেইট করায় দ্রুত আসা আরেকটি অটোতে উঠতে গেলে রবিউলসহ আরো দুইজন অটো ড্রাইভার তাকে মারধর করে। শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত হয়ে যায়। 

ভুক্তভোগী শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, আমার ক্লাসের দেরি হয়ে যাওয়ায় আমি তার অটো চেঞ্জ করে রানিং একটা অটোতে উঠি তখন সে আমার সাথে বাজে ব্যবহার করলে আমি প্রতিবাদ করি এতে সে ক্ষিপ্ত হয়ে তার হাতের চাবি দিয়ে আমাকে মারধর করে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের আব্বাস উদ্দিন নামে এক শিক্ষার্থীকে দুই জন অটো ড্রাইভার কর্তৃক মারধরের মৌখিক অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের প্রেক্ষিতে মাঈনুউদ্দিন নামের একজন অটো ড্রাইভারকে আটক করি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা ঘটনা জানার সাথে সাথে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শক্ত পদক্ষেপ গ্রহন করবে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসনও উপস্থিত ছিল। অলরেডি পুলিশ প্রশাসন  অটোরিকশা চালক মাইন উদ্দিনকে আটক করেছে, পাশাপাশি রবিউলকে ধরার চেষ্টা কর‍ছে। 

তিনি আরো বলেন, পরবর্তীতে আব্বাস উদ্দিনের সাথে কথা বলে তার কাছ থেকে লিখিত পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। 

এ সম্পর্কিত আরও পড়ুন অটো | ড্রাইভারের | হাতে | মারধরের | শিকার | কুবি | শিক্ষার্থী | আটক | ১