আর্কাইভ থেকে বাংলাদেশ

মিশরে গির্জায় অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু

মিশরে গির্জায় অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু

মিশরের গিজা শহরের একটি গির্জায় অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, কপটিক আবু সিফিন গির্জায় পাঁচ হাজার উপাসক জড়ো হয়েছিলেন। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লেগে গির্জার একটি প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। যার ফলে পদদলিত হয় অনেকে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। কয়েক ডজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

গির্জার একজন উপাসক ইয়াসির মুনির রয়টার্সকে বলেন, লোকেরা তৃতীয় এবং চতুর্থ তলায় জড়ো হচ্ছিলেন এবং আমরা দ্বিতীয় তলা থেকে ধোঁয়া আসতে দেখেছি। লোকেরা সিঁড়ি বেয়ে নিচে নামতে ছুটে আসে এবং একে অপরের উপরে পড়তে থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন মিশরে | গির্জায় | অগ্নিকাণ্ডে | ৪১ | জনের | মৃত্যু