দেশজুড়ে

সাতক্ষীরায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলেপল্লী

সাতক্ষীরায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলেপল্লী
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ১৩টি বসতবাড়ি। রোববার (২৬ মে) বিকেলে স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বৃদ্ধি হলে উপজেলার কলবাড়ি জেলেপাড়া তলিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে সহায় সম্বল হারিয়ে কলবাড়ি চুনা নদীর চরে ওই পরিবারগুলো বহু বছর ধরে বসবাস করে আসছেন। রোববার বিকেলে স্বাভাবিক চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেলে তাদের বসতবাড়ি তলিয়ে যায়। তবে এ ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার সকল বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে এখনও কাজ চলছে। কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন সাতক্ষীরায় | জোয়ারের | পানিতে | তলিয়ে | গেছে | জেলেপল্লী