জাতীয়

‘রেমাল’ কেড়ে নিল ৯ জনের প্রাণ

‘রেমাল’ কেড়ে নিল ৯ জনের প্রাণ
ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হেনেছে। ১১১ কিলোমিটার বেগের ঝড়ো বাতাসে লন্ডভন্ড হয়ে গেঝে উপকূলীয় এলাকা। সবশেষ তথ্য পর্যন্ত ঝড়ে বরিশালে তিনজন, ভোলায় দুইজন এবং খুলনায়, সাতক্ষীরা, কুয়াকাটা এবং চট্টগ্রামে একজন করে মোট নয়জন মারা গেছেন। এদিকে সোমবার (২৭ মে) সকালে আবহাওয়া অফিস বলছে, দুর্যোগের আগেই সঠিক পূর্বাভাস এবং মানুষের সচেতনতায় শক্তিশালী ঘূর্ণিঝড়েও তেমন প্রভাব পড়েনি। রোববার রাত আটটার দিকে মোংলার দক্ষিণ–পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল দিয়ে ধেয়ে আসে রেমাল। এতে উপকূলীয় এলাকায় ১১১ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। রেমালের তান্ডবে গাছ উপড়ে পরে ভোলার লালমোহন ও দৌলতখানে এক নারী ও এক শিশু মারা গেছে। বরিশালের রূপাতলী ও বাকেরগঞ্জে দেয়াল ধ্বসে ও গাছ চাপায় মারা গেছেন আরো তিনজন। কুয়াকাটায় জোয়ারের পানিতে মৃত্যু হয়েছে এক যুবকের। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে রাতভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে অনেক ঘর-বাড়ি, গাছ-পালা। পানিতে ডুবে মারা গেছেন এক বৃদ্ধ। বিষখালি-সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনায় ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। তলিয়ে গেছে ২৭টি গ্রাম। সুন্দরবনে রেমালের তাণ্ডবে দুবলা, কটকা, কোচিখালি ও হিরণ পয়েন্ট এলাকা সাত থেকে ৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বনের গাছপালার । বাগেরহাটে সারারাত ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় অনেক গাছ উপড়ে পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে বেশির ভাগ এলাকা। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। খুলনার বটিয়াঘাটায় গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে। কয়রা এবং দাকোপ উপজেলার বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে ২৩টি গ্রাম প্লাবিত হয়েছে।  ভেসে গেছে একশরও বেশী চিংড়ির ঘের। পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোনো কোনো জায়গায় পানির উচ্চতা দুই থেকে আড়াই ফুট পর্যন্ত বেড়েছে। হাতিয়ায় টানা বৃষ্টি ও জোয়ারে পানিতে নিঝুমদ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়েছে। নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১০ ফুট পানি বাড়ায় পানিবন্দি হয়ে পড়েছেন ৯ ওয়ার্ডের ৫০ হাজার মানুষ। সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের চারপাশে সাগরের পানির উচ্চতা আগের চেয়ে ৪-৫ ফুট বেড়েছে। দ্বীপ দুটিতে ভাঙন দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি., যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ (দশ) নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ০৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদুরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে ০৪ নম্বর নৌ-মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চীদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন রেমাল | কেড়ে | নিল | ৯ | জনের | প্রাণ