ক্রিকেট

"আমাদের ভালো উইকেটে খেলতে হবে"

"আমাদের ভালো উইকেটে খেলতে হবে"
বাংলাদেশের সামনে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, সাথে এক সান্ত্বনার জয় প্রাপ্তি। দলের চিন্তার জায়গা তো আসলে অনেক। বড় এক জায়গা ব্যাটিং। টি-টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের ব্যাট করার প্রয়োজন, তার অনেকটা অনুপস্থিত বাংলাদেশের কাছে। এবার বার্তা সংস্থা ‘এএফপি’তে দেওয়া এক সাক্ষাৎকারে উইকেটের প্রসঙ্গ টানলেন নাজমুল হোসেন শান্ত। যা এর আগেও তিনি বলেছেন। বাংলাদেশে ভালো উইকেটে খেলা হয় না। এক পুরোনো আলাপ। একে অভিযোগও বলা চলে। দর্শকেরা এসব কথা কিছুটা শুনতে শুনতে বিরক্তও হতে পারেন। যে কারণে শান্ত তার ভাষ্যে পরিস্কার করে দিয়েছেন, "প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। কেউ কেউ অজুহাত মনে করতে পারেন তবে এটা বাস্তব যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলতে পারি।" ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। যদিও সেই জয় নিয়ে খুব একটা আনন্দ করার সুযোগ হয়নি। বাংলাদেশ দলের যে ধরনের ক্রিকেট খেলা উচিত, সেরকম কিছু খুব কমই হয়েছে সেই সিরিজে। তবুও দলের আত্মবিশ্বাসের উপর ভরসা রাখতে চান শান্ত। তিনি বলেন, "আমরা সম্প্রতি যেমন ম্যাচ খেললাম (জিম্বাবুয়ে সিরিজ), বিশ্বকাপেও যদি তেমন খেলি। সিদ্ধান্তগুলো ঠিকমতো নিতে পারি। আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছু হওয়া সম্ভব।"   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন আমাদের | ভালো | উইকেটে | খেলতে | হবে