বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে কেমন করব, তা নিয়ে নানা আলোচনা হতে পারে নানা মহলে। তবে এবার বিশ্বকাপ খেলতে যাওয়া তরুণ ক্রিকেটার আছেন বেশ কয়েকজন। যারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার রোমাঞ্চে ভাসছেন নিশ্চিতভাবেই। তাদের একজন জাকের আলী অনিক। তার কাছে প্রত্যাশা আছে বাংলাদেশের। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব আছে তার, পাশাপাশি ব্যাটিংয়ে কম বলে কিছু রান তোলার দায়িত্ব থাকবে তার কাঁধে।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক ভিডিও প্রকাশ পেয়েছে। ‘দ্য গ্রিন রেড স্টোরি’ নামে এই শিরোনামে কথা বলেছেন জাকের আলী। জানিয়েছেন নিজের কথা, বেড়ে ওঠা, ক্রিকেটের প্রতি ভালোবাসা ও আরো অনেক কিছু নিয়ে।
জাকের বলেন, "দল হিসেবে আমি চাইব, আমরা প্রতিটা ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে এবং জিততে। নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। এই বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে। ইচ্ছা থাকবে, আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি, সেসব যেন এবার অর্জন করতে পারি।"
ক্রিকেটে কীভাবে এসেছেন সেই কথা বেশ আগ্রহ নিয়ে জানিয়েছেন তিনি। সাধারণত বাংলাদেশে ক্রিকেটারদের থেকে বা ক্রিকেট থেকে- যেসব ভালো সময় পার করেছে এদেশের ক্রিকেট- সেসব দেখে অনুপ্রাণিত হয়েছেন এখনকার অনেক ক্রিকেটাররা। জাকের বলেন, "ক্রিকেট দেখেই ক্রিকেটে আসা। ২০০৭ সাল থেকে বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে অনুসরণ করি। ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বকাপ থেকে ক্রিকেটটা ভালোভাবে বোঝা শুরু করি। তখন থেকেই আসলে ইচ্ছে ছিল যে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলব। দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় ব্যাপার। সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তবে তো আরও ভালো।"
সাধারণত পরিবারে এক ভূমিকা থাকে ক্রিকেটারদের জীবনে। অনেক সময় এমন হয় যে, পরিবার থেকে সমর্থন পাওয়া হয় না। তবে যখন বাবা-মা বা বোনদের থেকে অনেক বেশি এগিয়ে যাওয়ার প্রেরণা পায় কোনো ক্রিকেটার- তাদের যাত্রা সবসময়ই বিশেষ হয়ে ওঠে। যা জাকেরের গল্পতেও রয়েছে। তিনি বলেন, "এটাই আমার আম্মার স্বপ্ন ছিল। আর এখন উনি খুব গর্ববোধ করেন। আব্বা যত দিন ছিলেন, তিনি মাঠে বসে থাকতেন। আব্বা যখন থাকতেন না, আমার বোন নিয়ে যেত।"
এম/এইচ