আর্কাইভ থেকে বাংলাদেশ

৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

ময়নাতদন্তে শেষে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ছয় জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাতে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

গেলো সোমবার (১৫ আগস্ট) রাজধানীর চকবাজারের দেবিদ্বার ঘাট এলাকায় একটি পলিথিন কারখানার আগুনে এ ছয় জনের মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ফখরুদ্দিনকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত।

হস্তান্তরের আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়। মরদেহ নিতে গেলো মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকেই সেখানে ভিড় করেন নিহতদের স্বজনরা। ময়নাতদন্ত শেষে সেদিন রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে চকবাজার থানা পুলিশ।

আগুনের ঘটনায় নিহত ৬ জনের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। এছাড়াও, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন ৬ | জনের | মরদেহ | পরিবারের | কাছে | হস্তান্তর