আলজেরিয়ার উত্তরাঞ্চলে দাবানলে কমপক্ষে ২৬ জন নিহত এবং আরও ডজনখানেক মানুষ আহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যা থেকে অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টারের মাধ্যমে বেশ কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এলাকা এল টারফে ২৪ জন এবং সেতিফে একজন মা ও মেয়ে মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়, দাবানলের কারণে বিভিন্ন রাজ্যের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, এল টারফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। সেখানে ১৬টি জায়গায় আগুন লেগেছে।
সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী মা ও তার ৩৬ বছর বয়সী মেয়ের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে সেখানকার কর্মকর্তারা জানান, আগুন কয়েক ডজন বাড়ি ও গ্রামে পৌঁছেছে।
আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর দাবানলে আক্রান্ত হয়। এতে গত বছর ৯০ জন মারা গেছে বলে ধারণা করা হয় এবং এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে।
বুধবারের দাবানলে নিহতদের নিয়ে আলজেরিয়ায় গ্রীষ্মে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩০।
সম্প্রতি ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশকে দাবানলে বিধ্বস্ত হতে দেখা গেছে- বিশেষ করে ইউরোপের ফ্রান্স, গ্রীস, পর্তুগাল, স্পেন ও ইতালি সবকটি দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে৷
গেলো সপ্তাহে বোর্দোর কাছে একটি ভয়াল দাবানলের সঙ্গে লড়াই করেছেন এক হাজারেরও বেশি দমকল কর্মী।
তাসনিয়া রহমান