আর্কাইভ থেকে বাংলাদেশ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৭০

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৭০

দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন কেউ মারা যাননি। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ০২ শতাংশ।

আজ বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫২ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৬০৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

গেলো ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭০ জন। আগের দিন ৪ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১২ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গেলো ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গেলো ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০১ জন। শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪০ শতাংশ।

বিআ

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | ঘণ্টায় | করোনায় | মৃত্যু | ১ | শনাক্ত | ১৭০