ক্রিকেট

ক্রিকেট নিয়ে বাজি ধরে শাস্তি পেলেন ইংলিশ ক্রিকেটার

ক্রিকেট নিয়ে বাজি ধরে শাস্তি পেলেন ইংলিশ ক্রিকেটার
ইংল্যান্ড ও ডারহাম ফাস্ট বোলার ৩ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। তার বিরুদ্ধে অ্যান্টি-করাপশন ইউনিট কাজ করেছে। মূলত ক্রিকেট নিয়ে নানা ধরনের বাজি ধরতেন কার্স। যা ২০১৭ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত তিনি করে এসেছেন। ম্যাচগুলো কার্স খেলেননি। কার্স মোট ৩০৩ টি বাজি ধরেছেন। ইংল্যান্ডের ‘ক্রিকেট রেগুলেট’ সংস্থাটি এসব বিষয়ে তদন্ত করেছে। ক্রিকেটের সাথে সম্পর্কিত বিষয়ে নিয়মনীতি বহির্ভুত কোনো কিছুর প্রমাণ পেলে, তারা ব্যবস্থা নিয়ে থাকে। ক্রিকেটের অ্যান্টি-করাপশনের একটি ধারায় উল্লেখ আছে, কোনো পেশাদার খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফ- কেউ বিশ্বের কোথাও ক্রিকেট নিয়ে বাজি ধরতে পারবে না। ২৮ বছর বয়সী কার্স সীমিত ওভারের ক্রিকেটে ১৭ টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের হয়ে। তিনি ২০২৩ ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন। ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির অংশও ছিলেন। কার্স, তাকে দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। সবাইকে তিনি ধন্যবাদ দিয়েছেন তার পাশে থাকার জন্য।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ক্রিকেট | নিয়ে | বাজি | ধরে | শাস্তি | পেলেন | ইংলিশ | ক্রিকেটার