আর্কাইভ থেকে বাংলাদেশ

একসঙ্গে সারা ও জাহ্নবী

একসঙ্গে সারা ও জাহ্নবী

বলিউডের বর্তমান প্রজন্মের দুই আবেদনময়ী ও প্রতিভাবান অভিনেত্রী সারা আলি খান ও জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবনে সারা-জাহ্নবী বান্ধবী। একসঙ্গে তারা ঘুরতে যান, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। কিছুদিন আগে কারাণ জোহারের অনুষ্ঠান ‘কফি উইথ কারাণ’-এও একসঙ্গে হাজির হয়েছেন তারা। সিনেমায় অভিষেকের পর দু’জনেই দারুণ জায়গা তৈরি করে নিয়েছেন।   

ভক্তদের অনেক দিনের ইচ্ছে  সারা ও জাহ্নবী দু’জনকে একসঙ্গে পর্দায় দেখবেন। এবার ভক্তদের সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। তারা একসঙ্গে কাজ করছেন। যদিও সেটা সিনেমায় নাকি বিজ্ঞাপনে, তা এখনো নিশ্চিত নয়।

গেলো শুক্রবার (১৯ আগস্ট) ইনস্টাগ্রামে জাহ্নবীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন সারা আলী খান। তাতে দেখা যায়, দু’জনেই বিস্মিত-ভীত চাহনিতে চেয়ে আছেন। ছবির ক্যাপশনে সারা লেখেন, ‘গরম গরম কফি তৈরির পর অবশেষে সহ-অভিনেতা হিসেবে কাজ করলাম আমরা। অপেক্ষা করুন এবং আমাদের দেখুন, তারপর জানাবেন কেমন লেগেছে।’

সারার পোস্টে কমেন্ট করেছেন জাহ্নবীও। লিখেছেন, ‘বিস্ফোরণ ঘটতে যাচ্ছে’। এ থেকে ভক্তরা ধরে নিচ্ছেন, দু’জনকে বড় কোনো প্রজেক্টেই হয়ত দেখা যাবে।

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন একসঙ্গে | সারা | ও | জাহ্নবী